হাইমচর ব্যুরো
হাইমচরের মেঘনায় পৃথক অভিযানে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে আটক ও ১ লাখ ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। গত সোমবার বিকেল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, নীলকমল নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ মো. মাসুম, হাইমচর কোস্টগার্ড কমান্ডার আ. মতিনের যৌথ অভিযানে ১০ হাজার মিটার জালসহ ৪ জেলেকে আটক করা হয়।
আটকরা হলেন- হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের লিটন রাঢ়ীর ছেলে আল আমিন (১৩), খোরশেদ ছৈয়ালের ছেলে সেলিম ছৈয়াল (১১), মাঝের চরের আলাউদ্দিন মাঝির ছেলে শাহাদাত (১১) ও সফিক বেপারীর ছেলে সুজন (১২)। অভিযানে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু ও সাংবাদিক শাহআলম মিজি।
পরবর্তীতে গতকাল মঙ্গলবার ভোর ৪টা হতে সকাল ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১ লাখ ২০ হাজার মিটার জাল ১ মন ইলিশ মাছসহ ৬ জেলেকে আটক করা হয়। আটক জেলেরা হলেন- চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকার কালু বন্দুকশীর ছেলে মনির হোসেন (৪২), আনোয়ার হোসেন (৫৫), উত্তর বালিয়া এলাকার মোস্তফা হোসেনের ছেলে মানিক হোসেন (২৫), হরিনা এলাকার রুহুল আমিনের ছেলে তাজউদ্দিন (২২), মুনাফ গাজির ছেলে বাদশা গাজী (১৮) ও মধ্য গোবিন্দ এলাকার শহদিুল্লার ছেলে লোকমান (২৪)।
পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ জেলেকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন এবং আটক ৪ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ১২ হাজার টাকা জরিমানা করে তার পরিবারের কাছে ছেড়ে দেয়া হয়।