স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের মধ্য তরপুরচন্ডী ওয়ারলেস বাজারে এলাকায় চাঁদা না দেয়ায় হামলায় আহত ২ আহত হয়েছে। ঘটনা ঘটেছে ৭ ডিসেম্বের মধ্য তরপুরচন্ডী ওয়ারলেছ বাজারে এলাকার নাজিম উদ্দিন খোকন মিজির বাড়িতে। এ ঘটনায় নাজিম উদ্দিন খোকন মিজির স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে ৩০ ডিসেম্বর চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে (মামলা নং-৪১)। গত মঙ্গলবার সেই মামলার এজহারভুক্ত ৩নং আসামি মোবারক বেপারীকে আটক করে কোর্টে প্রেরণ করে পুলিশ।
মামলার এজহার সূত্রে ও সুফিয়া বেগম জানান, নাজিমউদ্দিন খোকন মিজির ও তার স্ত্রী সুফিয়া বেগমসহ ৬ জনের বিরুদ্ধে জাবেদ বেপারী চাঁদপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। সেই মামলায় সহকারী কমিশনার ভূমি’র কাছে তদন্ত প্রতিবেদন চায়। সেই তদন্ত প্রতিবেদনে আমরা মালিক হওয়ায় মামলাটি খারিজ হয়ে যায়। কয়েকদিন আগে খোকন মিজির কাজে চাঁদা চায় জাবেদ বেপারী। সেই চাঁদা বিষয়ে জাবেদ বেপারীর বিরুদ্ধে সি.আর ৪৪৭/১৭ মামলা দায়ের করা হয়। ঐ মামলা বর্তমানে চলমান আছে।
তিনি আরো জানান, আমার দখলকৃত জায়গায় চারতলা বিশিষ্ট দালান নির্মাণের উদ্দেশ্যে একতলা দালান দুই ইউনিট নির্মাণ সম্পন্ন করি। নিচতলার ২টি ইউনিট সম্পন্ন করে উত্তর পাশের ইউনিটের গাথুনির প্লাস্টারের কাজ চলমান রয়েছে। ঘটনার দিন গাথুনির কাজ দেখাশুনা করিছিলো। হাঠাৎ জাবেদ বেপারী, মাসুদ বেপারী, মোবারক বেপারী, লাতু বেপারীসহ লোকজন ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমি ও আমার স্বামী আহত হই। পরে আমাদের ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আমাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেয়। পরে ৩০ ডিসেম্বর চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করি। গত মঙ্গলবার সেই মামলার এজহারভুক্ত ৩নং আসামি মোবারক বেপারীকে আটক করে পুলিশ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ওয়ারলেস বাজার এলাকায় চাঁদা না দেয়ায় হামলায় আহত ২, আটক ১