গ্রাম আদালত দরিদ্র মানুষের সেবা ও সুবিচার পাওয়ার অন্যতম আশ্রয়স্থল : ইউএনও
আমির হোসেন :
কচুয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কচুয়া উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালায় ১ম পর্বে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রুপন দে। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. ছিদ্দিক আলীর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। তিনি তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত হবে সাধারণ দরিদ্র মানুষের সেবা ও সুবিচার পাওয়ার অন্যতম আশ্রয়স্থল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার ও জেলা ফ্যাসিলিটেটর।
উপজেলা প্রশাসন ও গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী আনোয়ারুল হক, উপজেলা শিক্ষা অফিসার শাহ মোহাম্মদ আবুল মনছুর, কচুয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক চাঁদপুর সংবাদ প্রতিনিধি মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন এবং উপজেলাধীন এনজিও প্রতিনিধিরা।
২য় পর্বে সরকারি কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এর অন্যতম সহযোগী সংগঠন।