করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য

‘মহীনের ঘোড়াগুলি’র একটি বিখ্যাত গান আছে। সেটি হলো, ‘আমি ডানদিকে রই না, আমি বামদিকে রই না, আমি দুই দিকেতেই রই, পরান জলাঞ্জলি দিয়া রে…’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তাদের কারণে মানুষের বিভ্রান্ত হওয়ার অবস্থা বোঝাতে এই গান একেবারে নিখুঁত উদাহরণ! কারণ সংস্থাটি আজ এক কথা বলছে তো, কাল সেটিই বাতিল করে দিচ্ছে। এ নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতা। আর কে না জানে, মহামারির কালে এসবের প্রভাব ভয়ংকর।

এমন ঘটনার সাম্প্রতিকতম উদাহরণটি তৈরি হয়েছে উপসর্গহীন করোনা রোগীদের বিষয়ে। গত সোমবার সংস্থাটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, ‘উপসর্গহীন রোগীদের মাধ্যমে করোনা ছড়ানোর ঘটনা বেশ কম।’ এমনকি উপসর্গহীন রোগীদের বিষয়ে গুরুত্ব কম দিয়ে অন্যান্য ক্ষেত্রে মনোযোগ বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছিল। কিন্তু ঠিক এক দিনের মাথায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির আরেক শীর্ষ কর্তা জানালেন, এ বিষয়ে জানাশোনা এখনো বড্ড কম। তাই এ নিয়ে সঠিক সিদ্ধান্ত দেওয়ার সময় এখনো আসেনি। এখন মারিয়া ভ্যান কেরখোভে বলছেন, ‘এটা একটা “ভুল-বোঝাবুঝি” ছিল। আমি ডব্লিউএইচওর কোনো নীতি বা এ জাতীয় কিছু নিয়ে কথা বলতে চাইনি। আমরা জানি যে উপসর্গহীন কিছু লোক অর্থাৎ যেসব লোকের কোনো উপসর্গ নেই, তাঁরাও করোনা ছড়াতে পারেন।’