কলকাতায় রোটারী ডিস্ট্রিক্ট-৩২৯১ কনফারেন্স ‘আনন্দধারা’

দারিদ্র্যপীড়িত ও অসহায় মানুষের জন্য কাজ করছে রোটারী
…………..শত্রুঘ্ন সিনহা এমপি

ইলশেপাড় রিপোর্ট
আনন্দধারার আনন্দ ও উচ্ছ¡াসের মধ্য দিয়ে কলকাতায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর কনফারেন্স ‘আনন্দধারা’ গত শুক্রবার (৬ জানুয়ারি) শুরু হয়েছে। বেলা ৩টায় কলকাতার পূর্ব সল্টলেকের নিকো পার্কে ২০২২-২৩ রোটারী বর্ষের ৩ দিনব্যাপী কনফারেন্স শুরু হয়। কনফারেন্সে ৫ শতাধিক রোটারিয়ান ও কয়েক শতাধিক অতিথি অংশ নেন।
কনফারেন্সের শুরুতেই অতিথিদের স্বাগত জানান রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর গভর্নর রোটা. অজয় কুমার ল’ এবং ডিজিএনডি ডা. রামেন্দ্র হোম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এমপি। বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনালের ইমেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটা. শেখর মেহতা, রোটারী ইন্টারন্যাশনাল ডিরেক্টর রোটা. অরুনিন্দ রায় চৌধুরী, রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট’স রিপ্রেজেন্টেটিভ রোটা. সন্তোষ প্রসাদ রিজল।
প্রধান অতিথি শত্রুঘ্ন সিনহা এমপি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বজুড়ে রোটারীর বন্ধুত্বের মেলবন্ধনের পাশাপাশি অসহায় মানুষের সেবা করে আসছে। রোটারিয়ানদের সক্রিয় সহযোগিতায় শিক্ষা ক্ষেত্রেও অবদান রেখে চলছে। তিনি আরো বলেন, দারিদ্র্যপীড়িত ও অসহায় মানুষের জন্য কাজ করছে রোটারী ইন্টারন্যাশনাল। এই কাজের পরিধির মাধ্যমেই নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সেবার কার্যক্রম বৃদ্ধি করছে।
দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানে সেশন চেয়ার রোটা. রাজ কুমার রাজগরিয়া অনুষ্ঠানমালা তুলে ধরেন। অনুষ্ঠানের ইতিহাস ঐতিহ্য উপস্থাপন করেন ডিএলসিসি পিডিজি রোটা. মুকুল সিনহা, তরুণ প্রজন্ম নিয়ে বক্তব্য রাখেন আইপিডিজি রোটা. প্রবীর চ্যাটার্জী, সুষমিতা মুখার্জী ও অরুনিমা দাস।
তৃতীয় অধিবেশনে উন্মুক্ত বন্ধুত্ব অনুষ্ঠানে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন সা-রে-গা-মা-পা বিজয়ী সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য ও সিদ্ধাজিত ভৌমিক। এছাড়া সকাল ১০টায় সিওএল মেম্বার ও ডিস্ট্রিক গভর্নর নমিনি নির্বাচন অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের অধিবেশন শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়। দিনব্যাপী ধারাবাহিক সেশন অনুষ্ঠিত হয়। নতুন সদস্যদের সেশনে বক্তব্য রাখেন ডিজি রোটা. অজয় কুমার ল’, ডিটি পিডিজি রোটা. অঞ্জুসুমান বন্দোপাধ্যায়, আরআইপিআর রোটা. সন্তোশ পি রিজাল, ডিএমসি পিডিজি রোটা. রবিন্দ্র প্রকাশ সেজাল, ডিআরএফসি পিডিজি রোটা. সুদীপ মুখার্জী।
আন্তর্জাতিক সেবা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিডিজি রোটা. সিদ্ধার্থ সাধন বোস, ডিআরএফসি রোটা. সুদীপ মুখার্জী ও ডিএমসি পিডিজি রোটা. রবিন্দ্র প্রকাশ সেজাল। লিডারশিপ সেশনে বক্তব্য রাখেন পিডিজি রোটা. পিনাকি প্রসাদ ঘোষ, পিডিজি রোটা. রাভি সেজাল ও পিআরআইডি রোটা. কামাল সঞ্জীব।
বিকেল আড়াইটায় কমিউনিটি সার্ভিস সেশনে বক্তব্য রাখেন সেশন চেয়ার পিডিজি রোটা. আংশুমান বন্দোপাধ্যায়, সত্যম রায় চৌধুরী ও মুক্তি গুপ্তা। ভোকেশনাল সার্ভিস সেশনে বক্তব্য রাখেন সেশন চেয়ার পিডিজি রোটা. অমিতাভ মুখার্জী, রোটা. গৌরাঙ্গ জালান, রোটা. অন্দিদা মিত্রা, প্রফেসর বিকাশ সিনহা ও রোটা. উৎপল চ্যাটার্জী।
যুব সেবা সেশনে বক্তব্য রাখেন সেশন চেয়ার রোটা. দেভাশীষ মিত্র, রিধি সেন, সৌমান দাস প্রমুখ। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হয়।
তৃতীয় দিন আজ সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী একাধিক সেশনের মধ্য দিয়ে বিকেল ৫টায় ৩ দিনব্যাপী রোটারী কনফারেন্স ‘আনন্দধারা’ শেষ হবে।
এর আগে শুক্রবার সকালে ভারতীয়, রোটারী ও সম্মেলনের পতাকা উত্তোলন, বেলুন উড়ানো এবং পায়রা অবমুক্তির মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী, প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এমপি, রোটারী ইন্টারন্যাশনাল ইমেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটা. শেখর মেহটা, রোটারী ইন্টারন্যাশনাল ডিরেক্টর রোটা. অরুন্দ রায় চৌধুরী, রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট’স রিপ্রেজেন্টেটিভ (নেপাল) রোটা. সন্তোষ প্রসাদ রিজল, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর গভর্নর রোটা. অজয় কুমার ল’ এবং ডিজিএনডি ডা. রামেন্দ্র হোম চৌধুরীসহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর কনফারেন্স ‘আনন্দধারা’য় যোগদান করেন। তিনি সম্মেলনে কলকাতা ও নেপালের বিভিন্ন ক্লাবের রোটারিয়ানদের সাথে ফেলোশীপ ও যৌথ প্রকল্পের বিষয়ে কথা বলেন।

০৮ জানুয়ারি, ২০২৩।