চট্টগ্রামে ডেঙ্গু সচেতনতায় মশারি-লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ

রোটারী ইন্টারন্যাশনাল পাবলিক ইমেজ জোন-১-বি এর উদ্যোগে

স্টাফ রিপোর্টার
রোটারী ইন্টারন্যাশনাল পাবলিক ইমেজ জোন-১-বি এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ডেঙ্গু সচেনতায় লিফলেট ও মশারি বিতরণ করা হয়। শনিবার (৫ অগাস্ট) চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার সমবায় আবাসিক প্রকল্প প্রাঙ্গণে রোটারী ইন্টারন্যাশনাল জোন-১-বি ও রোটারী ক্লাব ক্লাব চিটাগাং মিড সিটির পক্ষ থেকে লিফলেট ও মশারি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ইন্টারন্যাশনালের অ্যাসিস্ট্যান্ট পাবলিক ইমেজ কো-অর্ডিনেটর রোটা. ইব্রাহিম খলিল মিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রোটারী পাবলিক ইমেজ এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটা. হাবিব মহিউদ্দিন, সমবায় সমিতির সভাপতি শহিদুল আলম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ এর সেক্রেটারী রোটা. মোহাম্মদ আকবর হোসেন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটা. মনসুর, এরিয়া ডিরেক্টর রোটা. সাজ্জাদ চৌধুরী প্রমুখ।
বক্তারা ডেঙ্গু থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং ডেঙ্গু হলে কি কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

০৬ আগস্ট, ২০২৩।