স্টাফ রিপোর্টার
একজন রোটারিয়ান একজন করে নতুন সদস্য ক্লাবে অন্তর্ভূক্ত করলে সদস্য সংখ্যা দ্বিগুণে উন্নীত হবে। এর ফলে বর্তমানে সমাজের উন্নয়নের কাজ দ্বিগুণে পরিণত করা সম্ভব হবে। গত শনিবার (১২ আগস্ট) চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের মেম্বারশীপ সেমিনারে রোটারী নেতৃবৃন্দ এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। রোটারী ক্লাব অব চিটাগাং হেরিটেজের স্বাগতিকতায় ও প্রোগ্রাম চেয়ার রোটা. পিপি মিনহাজ উদ্দিন আহমদ নাহিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোটা. পিপি সামিনা ইসলাম, পিডিজি রোটা. ইসতিয়াক এ. জামান, ডিস্ট্রিক্ট লার্নিং ফেসিলেটর পিডিজি রোটা. ইঞ্জিনিয়ার আবদুল আহাদ, ডিস্ট্রিক্ট এডভাইজার পিডিজি রোটা. এম এ আউয়াল, ডিস্ট্রিক্ট মেম্বারশীপ চেয়ার পিডিজি রোটা. দাঁতো ড. মীর আনিসুজ্জামান, পিডিজি রোটা. প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, পিডিজি রোটা. দিলনাঁসী মোহসেন, পিডিজি রোটা. প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারী রোটা. শামসুল আলম রিপন ও ডিস্ট্রিক্ট ট্রেজারার রোটা. আসাদুল হক।
সেমিনারে ডিস্ট্রিক্ট অফিসিয়াল, জোনাল নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চলের ক্লাব প্রেসিডেন্টসহ ৫ শতাধিক রোটারিয়ান অংশ নেন। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটা. অ্যাডভোকেট আয়শা আক্তার সানজী। পরিসংখ্যান প্রদান করেন ডিস্ট্রিক্ট ইভেন্ট প্রোমোশন চেয়ার ও চীফ সার্জেন্ট-এট-আর্মস রোটা. সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু।
সেমিনারে পঞ্চাশ জন নতুন সদস্যকে পিন পড়িয়ে দেন ডিস্ট্রিক্ট গভর্নর। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও সেক্রেটারী (২০২৪-২৫) রোটা. মাহবুবুর রহমান সুমন অংশগ্রহণ করেন।
১৪ আগস্ট, ২০২৩।