চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে ভোটার ২১ লাখ ৫৬ হাজার

ইল্শেপাড় রিপোর্ট
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের পর চাঁদপুরে তেমন নির্বাচনী উত্তাপ না থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তি নিয়ে চলছে কম বেশি আলোচনা সমালোচনা।
তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে উত্তাপ না থাকলে প্রশাসনিক তৎপরতা বাড়ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসন বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করছেন বলে জানা গেছে।
এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ জেলার ৫টি নির্বাচনী আসনে মোট ভোটার আছে ২১ লাখ ৫৬ হাজার ৬শ’ ৯ জন। গত জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারো ভোটার উপস্থিতি থাকবে কিনা তা নিয়ে সর্বমহলে আলোচনা-সমালোচনা চলছে।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী জেলার ৮টি উপজেলার ৫টি সংসদীয় আসনে মোট ভোটার ২১ লাখ ৫৬ হাজার ৬শ’ ৯জন। তাদের প্রায় অর্ধেকই নারী ভোটার। নারী ভোটার ১০ লাখ ৪৪ হাজার ৩২ জন এবং পুরুষ ভোটার ১১ লাখ ১২ হাজার ৫শ’ ৭৭ জন। এ জেলায় হিজড়া ভোটার আছে মাত্র ৬ জন।
সংসদীয় আসনভিত্তিক ভোটার চাঁদপুর- ১ (কচুয়া) মোট ৩ লাখ ২৫ হাজার ৭শ’ ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩শ’ ৩১ জন, নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৪শ’ ২৮ জন।
চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) মোট ভোটার ৪ লাখ ৬৭ হাজার ২শ’ ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬শ’ ৩৪ জন এবং নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ৫শ’ ৯৪ জন।
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ৯শ’ ৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৮শ’ ৯৩ জন ও নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৯ জন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ১শ’ ২৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭শ’ ৬৮ জন ও নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৩শ’ ৬১ জন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৫শ’ ৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৯শ’ ৫১ জন ও নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬শ’ ১০ জন।
জেলা নির্বাচন অফিস আরো জানায়, ৮ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭শ’। চাঁদপুর-১ (কচুয়া) ১শ’ ৯টি। চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তরে) ১শ’ ৫৫টি। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচরে) ১শ’ ৬৫টি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে) ১শ’ ১৮টি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) ১শ’ ৫৩টি ভোট কেন্দ্রে রয়েছে।
উল্লেখ্য, এ জেলায় ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের নবম, দশম ও একাদশ সংসদীয় নির্বাচনে সব আসনেই নির্বাচিত হয়েছেন বর্তমান সরকারি দলের এমপিরা।

২৯ নভেম্বর, ২০২৩।