চাঁদপুরে অবরোধ ঠেকাতে যুবলীগের মহড়া

স্টাফ রিপোর্টার
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে অবরোধের মাঠে দফায় দফায় মোটরসাইকেল বহরে মহড়া ও পথসভা করেছে যুবলীগের নেতাকর্মীরা। এতে নেতাকর্মীদের সক্রিয় অবস্থান ছিল দৃশ্যমান। সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে দিনভর চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় তাদের সক্রিয় অবস্থানে দেখা গেছে।
এসময় শহরের ষোলঘর ও বাবুরহাট এলাকায় পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল ও জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক মাহফুজুর রহমান টুটুল।
এসময় নেতৃবৃন্দ বিএনপি-জামায়াত বিরোধী ¯েøাগান দিতে দেখা যায়। এছাড়া মোটরসাইকেল মহড়ার নেতৃত্ব দেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক মাহফুজুল রহমান টুটুল ও সদর উপজেলা যুবলীগের আহŸায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন। তারা নেতাকর্মীদের মোটরসাইকেল বহর নিয়ে পুরো চাঁদপুর পৌর এলাকায় মহড়া দেন।
মহড়ার সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক ঝন্টু দাস, সদস্য নজরুল ইসলাম বাদল, গাজী আব্দুল গণি, জিয়াউর রহমান দিপুসহ আরো অনেকে।
এদিকে অবরোধের মাঠে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিবিজির টহল দিতে দেখা যায়। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় অবরোধের দিনেও চাঁদপুর থেকে রেলপথে ট্রেন, লঞ্চ ও বাস চলাচল স্বাভাবিক ছিলো।
তবে শহরের সড়কগুলোতে ছোট ছোট যানবাহনের চলাচল ছিল বেশি। এর ফলে শহরের বিভিন্ন সড়কগুলোতে দেখা যান যানজট।

০৭ নভেম্বর, ২০২৩।