স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী, নতুন বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ আলমগীর কবির মহন শেখের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্তেকাল…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬০ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় নতুনবাজার বিজলী রোডস্থ মেইল গুদারা ঘাট বায়তুশ শরফ জামে মসজিদে সংলগ্ন নিজ বাসার সামনে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার আগে তার রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদস্য মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিক ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. নাজমুল হোসেন পাটওয়ারী, মরহুমের মেজু মেয়ের জামাতা ইমরান বাহার।
নতুন বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন জনুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, প্রচার ও দপ্তর সম্পাদক মো. এমরান হোসেন সেলিম, সদস্য অ্যাড. সাইফুদ্দিন আহমেদ বাবু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ কাঁকন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন খাঁন, রেজাউল করিম, চাঁদপুর জেলা ঠিকাদার কল্যাণ পরিষদের সভাপতি সাহেদ সরকার, সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শাবনুসহ ব্যবসায়ীবৃন্দ।
পরে বাবুরহাট এলাকায় তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
১৪ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে আ.লীগ নেতা মোহন শেখের দাফন সম্পন্ন