চাঁদপুরে ‘ওয়েস্টার্ন আবাসিক হোটেল’ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
পারিবারিকভাবে চাঁদপুরে নতুন আঙ্গিকে মনোরম পরিবেশে উদ্বোধন করা হলো থ্রি-স্টার মানের ওয়েস্টার্ন আবাসিক হোটেল। অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসের সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন আবাসিক হোটেল উদ্বোধনের মাধ্যমে তার যাত্রা শুরু করেছে।
গত সোমবার রাত ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত (ডায়বেটিক ও চক্ষু হাসপাতাল সংলগ্ন) ফিরোজা হাফেজ শান্তি নিকেতনের নতুন ভবনের এই হোটেলটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের মা ফিরোজা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইব্রাহীম জুয়েলের শ্বশুর আব্দুল হাফেজ গাজী, শাশুড়ি ফাতেমা বেগম, তার বড় ভাই কাজী নজরুল ইসলাম সোহেল, মোখলেসুর রহমান মুক্তার, সহধর্মিণী আসমা ইব্রাহীম, ছেলে আফতাব সামী, মেয়ে ইসরাত জামিলা আহনাফ, জেবা রাইসা আদিবা, মারিয়া ও মাহির, মাসুদসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
চাঁদপুর শহরের একটি উন্নতমানের ভিন্ন আঙ্গিকের অত্যন্ত সুশৃংখল ও মনোরম পরিবেশের আবাসিক এই ওয়েস্টার্ন হোটেল যেখানে ২৪ ঘণ্টা সার্ভিস নিরাপদ পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশের পাশাপাশি পার্কিং সুবিধাসহ ওয়েস্টার্ন আবাসিক হোটেল যেসব সেবা প্রদান করা হবে তার মধ্যে রয়েছে, বিনামূল্যে ৪ বেলা খাবার পরিবেশন, প্রতিটি রুমে ফ্রিজ ওভেন ব্যবস্থা রয়েছে, এলইডি টেলিভিশন, টেলিফোন যোগাযোগ, হ্যান্ডি রেস্তোরাঁ এন্ড কফি শপ, ডেবিট ক্রেডিট কার্ড ও বিকাশ রকেট সহ নানা সুবিধা।
এছাড়া ২৪ ঘণ্টা সার্ভিসে আরো থাকছে, উন্নত মানের ফার্নিচার ব্যবস্থা, ফ্রি ইন্টারনেট, জেনারেটর সার্ভিস, ঠান্ডা ও গরম পানির সু-ব্যবস্থা, ওয়েবসাইট, ফেসবুক ও ইমেইল, সেফটি লকার, জিমনেসিয়াম। আরো থাকছে বিনামূল্যে ডেইলি নিউজ পেপার, টিস্যু বক্স, মিনারেল ওয়াটার, সু সাইনার, সাবান-শ্যাম্পু, টুথ-ব্রাশ ও পেস্ট, তোয়ালে, এয়ার ফ্রেশনার ও রুম সেন্ডেল ইত্যাদিসহ একাধিক সেবাসমূহ।
বিশেষ ব্যবস্থায় আরও রয়েছে আগত ড্রাইভারদের জন্য স্বল্পমূল্যে রুম এবং প্রয়োজনীয় সার্ভিস নিশ্চিতকরণ ব্যবস্থা।
০৭ এপ্রিল, ২০২১।