স্টাফ রিপোর্টার
এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫ সহ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাঁদপুর জেলায় এ বছর বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৬০ জন। অপেক্ষমান তালিকায় আছেন আরো ৭ জন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বাবুরহাট পুলিশ লাইন্স মাল্টিপারপাস সেডে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬০ জন ও অপেক্ষমান ৭ জনসহ সর্বমোট ৬৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ড প্রধান ও চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
ফলাফল ঘোষণার পূর্বমুহূর্তে সমবেত নিয়োগ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১’র আলোকে উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশনা অনুসারে গতবারের মতো এবারও শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, আমরা চাঁদপুর জেলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার। আমরা আমাদের কথা রেখেছি। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান শ্লোগানে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। কনস্টেবল পদে প্রাথমিকভাবে দুই হাজার ৩৩১ জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৫৯৪ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ৯৮ জন উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৭ এপ্রিল, ২০২৪।