চাঁদপুরে করোনায় একদিনে সর্বোচ্চ ২২৯ আক্রান্ত, মৃত্যু ৩ জন

এস এম সোহেল
চাঁদপুর জেলায় একদিনে সর্বোচ্চ ২২৯ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছেন। নতুন করে মৃত্যু হয়েছে ৩ জন। সোমবার (২৬ জুলাই) চাঁদপুরে ৫৫০টি নমুনা পরীক্ষার করে ২২৯টি রিপোর্ট পজিটিভ এসেছে। সনাক্তের হার ৩৯.০১%।
চাঁদপুর সদর উপজেলা কোভিড-১৯ হেল্পলাইন সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় ৭০ জন, হাজীগঞ্জ উপজেলায় ২৫ জন, ফরিদগঞ্জ উপজেলায় ২০ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২০ জন, মতলব উত্তর উপজেলায় ২ জন, কচুয়া উপজেলায় ৩২ জন, শাহরাস্তি উপজেলায় ৪৪ জন এবং হাইমচর উপজেলায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়।
এদিকে সোমবার চাঁদপুর জেলায় মৃত্যু হয় ৩ জনের। এরমধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১ জন ও শাহরাস্তি উপজেলায় ২ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১ জনে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, জেলায় ৮,৩৬৬ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদরে ৩ হাজার ৭শ’ ৫৬জন, শাহরাস্তিতে ৯শ’ ৫১জন, ফরিদগঞ্জে ৯শ’ ৪৪জন, হাজীগঞ্জে ৮শ’ ৫৭জন, মতলব দক্ষিণে ৭শ’ ৭জন, মতলব উত্তরে ৪শ’ ৩৯জন, হাইমচরে ৩শ’ ৮২ জন এবং কচুয়ায় ৩শ’ ৩০জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১৬১ জনের মধ্যে- চাঁদপুর সদরে ৬০জন, ফরিদগঞ্জে ২৬জন, হাজীগঞ্জে ২৪জন, শাহরাস্তিতে ২০জন, মতলব উত্তরে ১৩জন, মতলব দক্ষিণে ৯জন, কচুয়ায় ৭ জন এবং হাইমচরে ৩জন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, সোমবার জেলায় ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২২৯ জনের পজিটিভ। এ জেলায় আক্রান্তের হার ৩৯.০১%। চাঁদপুরে করোনা আক্রান্ত বেশি হওয়ার প্রধান কারণ হলো চাঁদপুর জেলার সাথে নৌ, সড়ক ও রেল যোগাযোগ রয়েছে সব জেলার সাথে। তাই এ জেলায় ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে অন্যতম বলে জানান সিভিল সার্জন।
তিনি আরো জানান, সোমবার পর্যন্ত জেলায় আক্রান্ত ৮ হাজার ৩শ’ ৬৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ১শ’ ৪১জন। চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬৪ জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪ হাজার ৯শ’ ৫৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৮শ’ ১৫জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১শ’ ৩৮ জন।
এছাড়া জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৩৬ হাজার ৭শ’ ২৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৮শ’ ৪২ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮ হাজার ৮শ’ ৮৩ জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।

২৭ জুলাই, ২০২১।