বিএনপি-জামায়াত সুযোগের অপেক্ষায় আছে
……সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি
স্টাফ রিপোর্টার
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আপনার-আমার চারপাশে এখন আর বিএনপি-জামায়াত নেই। তাদের কোথাও খুঁজে পাবেন না। তারা ঘাপটি মেরে বসে আছে। সুযোগের অপেক্ষায় আছে, কখন ছোবল মারবে। তারা আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার জন্য প্রবেশ করছে। যেহেতু বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে টানা ৪র্থ বার সরকার গঠন হয়েছে। সেহেতু কোনমতেই যেন এই অপশক্তির কেউ বা তাদের পরিবারের কেউ প্রবেশ না করতে পারে। যারা সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িত কেউ যেন আপনাদের ছাঁয়াতলে আসতে না পারে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাঁদপুর জেলা কৃষক লীগের পরিচিতি ও সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি আরো বলেন, দেশে সবুজ বিপ্লবের সম্ভাবনা সৃষ্টি হতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন- এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখবো না। তার ডাকে সাড়া দিয়ে মানুষ সবুজ থেকে সবুজতর করছে। চাঁদপুরে নতুনভাবে কৃষক লীগ উজ্জিবিত হয়েছে। যেন এ সংগঠন নেতিয়ে না যায়। আপনারা আপনাদের কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। সংগঠন তার সাংগঠনিক নিয়মে চললে ভাল হয়। আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করতে হবে।
তিনি বলেন, উন্নয়নশীল দেশের কাতারে আমরা সামিল হয়েছি- বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। এছাড়া তার নেতৃত্বে দেশের উন্নয়নের যজ্ঞ চলছে। আমাদের উন্নয়নশীল দেশ হবার পরও এখন পর্যন্ত ১৭ থেকে ১৮ ভাগ মানুষ এখনও দারিদ্রসীমা নিচে বসবাস করছে। জননেত্রী শেখ হাসিনা দারিদ্র্যের হার অর্ধেকের নিচে নামিয়ে নিয়ে এসেছেন। এটা সারা বিশ্বের কাছে একটি বিস্ময়কর ঘটনা। তবে আমাদের হতদরিদ্রের হার ৫ থেকে ৬ ভাগ। মানুষের আয় বেড়েছে। তবে পবিত্র মাহে রমজানে কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাজার নিয়ন্ত্রণে আনতে, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে চেষ্টা করছেন। মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আওয়ামী পরিবার যেমনঃ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগসহ অঙ্গ সংগঠনগুলো নেত্রীর নির্দেশে সারাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামি দিনেও মানুষের পাশে থেকে আমরা কাজ করবো।
চাঁদপুর জেলা কৃষক লীগের আহ্বায়ক আজিজ খান বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা. মজিবুর রহমান মিয়াজী, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সামিউল বাসীর।
চাঁদপুর জেলা কৃষক লীগের সদস্য সচিব আ. হান্নান সবুজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক এম এ ছাত্তার সিদ্দিকী, খাইরুল ইসলাম নয়ন, শাহজাহান বেপারী, ইসমাইল মাস্টার, সদস্য ফরহাদ হোসেন, নূরুল ইসলাম, কচুয়া উপজেলা কৃষক লীগের সেক্রেটারী প্রাণদেব, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জহির হোসেন মিজি, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সভাপতি আবু সালেহ মো. খোরশেদ আলম, সেক্রেটারী জি এম ফারুক, হাইমচর উপজেলা কৃষক লীগের সভাপতি সলেমান ঢালী, শাহরাস্তি উপজেলা কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ অন্যরা।
উল্লেখ্য, আগামি ৬ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষক লীগ চাঁদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
৩১ মার্চ, ২০২৪।