চাঁদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বাংলাদেশ জাতীয় মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে গ্রীষ্মকালীন দাবা ও সাঁতার জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে এবং সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, সুস্থ-সবল জাতি গড়তে ক্রীড়ার কোনো বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ক্রীড়াই অন্যতম শক্তি, আমাদের সন্তানদের ক্রীড়ার দিকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে হবে। সুস্বাস্থ্য নিয়ে সফল একটি জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়া অন্যতম ভূমিকা পালন করে। ক্রীড়া শক্তিকে বিকশিত করতে পারলেই আমাদের উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, প্রতি বছর সাঁতার না জানার ফলে দেশে সতেরো হাজার শিশু মৃত্যুবরণ করে, যা গড়ে ৪৬ জন। সুতরাং সাঁতার জানা সবার জন্য জরুরি। সুস্থভাবে জীবনযাপন করতে হলে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাও করতে হবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে পুকুরে ৪০টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর দ্বিতীয় দিনে কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।

১৭ অক্টোবর, ২০২৪।