চাঁদপুরে জাতীয় সমবায় দিবসের র‌্যালি ও আলোচনা সভা

সজীব খান
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এবছর প্রতিপদ্য বিষয় ছিলো ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়নে’। এ উপলক্ষে গত শনিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় চাঁদপুর সদর উপজেলার সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক মো. কামরুল হাসানের নেতৃত্বে র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সমবায় অধিদপ্তর এবং বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আালোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমাদের দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে এবং তা বাস্তবায়ন করতে হলে সমবায় হচ্ছে একটি অন্যতম মাধ্যম। সমবায়ের অনেকেই ঋণ নিয়ে উপকৃত হচ্ছেন, অনেক বেকার যুবকরাও স্বাবলম্বী হচ্ছে। ঋণ দেয়া-নেয়া নিয়েও অনেক সময় সমবায়ীদের সমস্যায় পড়তে হয়। ঋণ নিয়ে অনেকেই উধাও হয়ে যায়। সে সমস্যাগুলো নিজেরাই মিটানোর চেষ্টা করবেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই এদেশে সমবায় সমিতি এসেছে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য যুব সমাজকে সমবায়ের দিকে এগিয়ে আসতে হবে। শিক্ষিত বেকার না থেকে সমবায়ী হলে নিজে নিজেই স্বাবলম্বী হওয়া সম্ভব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশির আহমেদের সভাপতিত্বে এবং সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষে অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সিমা চাকমা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ, জেলা সমবায় অফিসার মজিবুর রহমান খান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, দি-চাঁদপুর মাল্টিপারপাসের ইকবাল আজম, সদর উপজেলার সাবেক সমবায় অফিসার দুলাল চন্দ্র দাস, চান্দ্রা বিকল্প বহুমুখী সমবায় ব্যবস্থপনা পরিচালক শাহবুদ্দিন, সহ-পরিচালক নাছির উদ্দিন, খালেদ খান প্রমুখ।
আলোচনা সভা শেষে ৩টি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

০৬ নভেম্বর, ২০২৩।