চাঁদপুরে ডা. মনিরুল ইসলামের ইন্তেকাল

এস এম সোহেল
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মনিরুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। সোমবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে নিহান ও ১ মেয়ে নাভিলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. মনিরুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর এলাকায়। কর্মরত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ডক্টরস্ কোয়াটার কোড়ালের তৃতীয় তলায় তিনি বসবাস করতেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডা. মনিরুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. মোশাররফ হোসাইন।
জানাজা শেষে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল ৪টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে যোগদান করেন। চিকিৎসক হিসেবে অনেক জটিল রোগের চিকিৎসা করেছেন ও সাধারণ রোগীদের সেবা দিয়েছেন। চিকিৎসা ক্ষেত্রে তার অনেক সুনাম রয়েছে।
সোমবার ভোর রাত সাড়ে ৪টায় কোয়ার্টারেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিবুল আহসান আসিব ও পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। এক ঘণ্টা চেষ্টার পর আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিবুল আহসান আসিব তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মনিরুল ইসলামের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পরলে চিকিৎসকসহ সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। ডা. মনিরুল ইসলামকে শেষবারের মতো এক নজর দেখতে সবাই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভিড় জমান।
ডা. মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এন হুদা ও সাধারণ সম্পাদক ডা. মাহমুদুননবী মাসুমসহ বিএমএ নেতৃবৃন্দ।

১৭ জানুয়ারি, ২০২৩।