সজীব খান
চাঁদপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক রজত শুভ সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহ জামাল, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, তেল এজেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, ক্যাব প্রতিনিধি বিপ্লব সরকার, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সচিব আব্দুল মোতালেব, চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, মো. শেখ ফরিদ, আলমগীর, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ হোসেন প্রমুখ। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নিত্যপণ্যের দাম ঠিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার কথা বলেন। তারা বলেন, সরকার নির্ধারিত দামে যাতে বাজারে ক্রেতারা মালামাল ক্রয় করতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। আলু-পেঁয়াজসহ যেসব পণ্যের মূল্য লাগামহীন রয়েছে সেগুলোর বিষয়ে বেশি নজরদারী রাখার কথা বলেন বক্তারা।
০৮ নভেম্বর, ২০২৩।