চাঁদপুরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স শিশুদের সাথে মতবিনিময়


ভালো কিছু করার আগ্রহ শিশুদের মাঝে সৃষ্টি করতে হবে
……মো. মাজেদুর রহমান খান

স্টাফ রিপোর্টার
‘শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’ এ শ্লোগানে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটি) শিশুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ব বাহকের সাথে, জেলা প্রশাসনের সহযোগিতায়, বাংলাদেশ শিশু একাডেমী ও সেভ দ্যা চিলড্রেনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের শিশুই আগামির ভবিষ্যৎ। তাই শিশুদের সুন্দর পরিবেশ দিতে পারলে সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে উঠবে। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে সচেতন করে সঠিকভাবে গড়তে পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমরা বিশ্বের কাছে উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমাদের নিজেদের উন্নয়ন, আর ভাগ্যের পরিবর্তনের জন্য শিশুদের সঠিকভাবে মানুষ করা বিকল্প নেই। ভালো মানসিকতা নিয়ে যে কেউ কাজ করলেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
তিনি বলেন, শিশুদের জন্য আমাদের সব কিছুই ইতিবাচক জীবন আবিষ্কার করতে হবে। নিজেদের চিন্তা-চেতনা ও মন-মানুষিকতা পরিবর্তন করতে হবে। সবার মনে ভাল কিছু করার আগ্রহ থাকতে হবে। কারণ এ ভাল কাজগুলোই নতুন প্রজন্ম অনুসরণ করবে। আজকের দিনগুলোকে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যেমে শিশু কিশোর গ্যাং প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিশুদের ভাল কাজের উৎসাহ দিতে হবে। দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাদের বুঝাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য শিশুদের অবশ্যই ইতিবাচক শিক্ষা দিতে হবে। কোনভাবে শিশুরা যাতে অপরাধের দিকে না যায় সেদিকে অভিভাবকদের অবশ্যই নজর রাখতে হবে। শিশুদের যে বিষয়ে মন মানসিকতা বিকশিত হয় সে বিষয়গুলো বেশি বেশি তাদের সামনে তুলে ধরতে হবে।
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
এ সময় স্থানীয় স্বেচ্ছসেবী সংগঠনের মারিয়া আক্তার, মুনায়েম আহমেদ, লোপা আক্তার, সোহেল ইসলাম, তাছনিয়া আক্তার, সুমনা শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

০১ অক্টোবর, ২০১৯।