চাঁদপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসী সভা

স্টাফ রিপোর্টার
‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্যবিয়ে ও অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করি’ এ প্রতিপাদ্যে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (১৮ থেকে ২৩ ডিসেম্বর) উপলক্ষে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অ্যাডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, জীবনের প্রত্যেকটি জায়গায় আমাদের প্ল্যান করে চলতে হবে। বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিংয়ের উপর প্রত্যেককে জোর দিতে হবে। আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে। প্রতিটি মা ভালো থাকলে পরিবার ভালো থাকে। যে পরিবারে মা, স্ত্রী বা বোন অসুস্থ থাকে সে পরিবার স্থবির হয়ে পরে। তাই আমাদের পরিবারে নারীদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।
মেডিক্যাল অফিসার ডা. মো. গফুর মিঞার পরিচালনায় উপস্থিত ছিলেন আত্মনিবেদিতার পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের পুরাণবাজার শাখার ম্যানেজার শাহেদ রিয়াজ, নতুনবাজার শাখার ম্যানেজার বেবী সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিবার-পরিকল্পনা বিভাগের পরিদর্শক গোলাম মোস্তফা।

০৮ ডিসেম্বর, ২০২১।