স্টাফ রিপোর্টার
সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি বন্ধ করার জন্য চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে ৭৫ কেজি পলিথিন জব্দ ও একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান পরিচালনা করে শহরের ওয়্যারলেছ বাজার মেসার্স তিশা ষ্টোরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া যায়। এ সময় প্রায় ৭৫ কেজি পলিথিন জব্দ এবং পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আনি লঙ্ঘন করায় ওই প্রতিষ্ঠানকে তাৎক্ষনিক আদায়পূর্বক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে চাঁদপুর পুলিশ লাইন্স এর একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০৫ নভেম্বর, ২০২৪।