চাঁদপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেলে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আলম সিদ্দীক।
কনফারেন্সে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম, নাজমুল হাসান চৌধুরী, তন্ময় কুমার দে, মিথিলা রানী দাস, ফারহানা তাবাসসুম মেরি, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল মান্নান, পিপি অ্যাড. কুহিনুর বেগম, স্পেশাল পিপি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেল সুপার ফোরকান ওয়াহিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডা. মো. নুরে আলম, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া, হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক, ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম, কচুয়া থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম, শাহরাস্তি থানার ওসি আবুল বাশার, মতলব উত্তর থানার ওসি রবিউল, হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন, চাঁদপুর নৌ-থানার ওসি একেএমএস ইকবাল, ডিবি ওসি মহিউদ্দিন প্রমুখ।

২৮ অক্টোবর, ২০২৪।