চাঁদপুরে বন্ধুর ছুরিকাঘাতে খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের

এস এম সোহেল
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ছাত্র মেহেদী (১৬) কে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার সকালে নিহতের পিতা হেলাল উদ্দিন বেপারী বাদী হয়ে বরকতকে আসামি করে একটি হত্যা মামলা (নং-৬১) দায়ের করেন। দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।
হত্যাকান্ডের ঘটনায় আসামি বরকত নিজে হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর এলাকায় মেহেদী (১৬) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে একই এলাকার সহপাঠী বরকত (১৮)। বরকতের পরনের প্যান্টের বেল্ট মহেদী নিয়ে হারিয়ে ফেলে। এ নিয়ে মেহেদীকে বরকত একাধিকবার মারধর করে। মেহেদী ঐ বেল্টের জন্য বরকতকে আরো দুটি বেল্ট কিনে দেয়। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি বরকত। ঘটনার দিন সন্ধ্যায় তাকে ডেকে এনে অন্ধকার জায়গায় তাকে মারধর করে ও তার হাতে থাকা ছুড়ি দিয়ে মেহেদীর বুকে আঘাত করে। আহত অবস্থায় সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, নিহত মেহদী ও খুনি বরকত একই এলাকার প্রতিবেশী, তারা বন্ধু। আসামির প্যান্টের বেল্ট নিহত মেহেদী লুকিয়ে রাখে, এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। ঘটনার দিন সন্ধ্যায় আসামি বরকতের সাথে মেহেদীর কথা কাটাকটি হয়। একপর্যায়ে বরকত মেহেদীর বুকে ছুড়ি দিয়ে আঘাত করলে তাতে গভীর ক্ষত হয়। মেহেদীকে আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই আসামি বরকতকে পুলিশ আটক করে। নিহতের বাবা বরকতকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

৩০ নভেম্বর, ২০২২।