এস এম সোহেল
শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিশাল পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে শহরের চিত্রলেখা মোড় থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সাবেক এমপি লায়ন হারুনূর রশিদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সহ-সভাপতি ডা. শামীম আহমেদ, শরীফ মো. ইউনুছ, ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, বিএনপি নেতা তানভীর হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সহ- সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন প্রমুখ।
এর আগে নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন উপজেলা থেকে সমাবেশস্থলে উপস্থিত হয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৯ জুলাই, ২০২৩।