চাঁদপুরে বিধিনিষেধ অমান্য করায় ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ ও সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্য জেলা প্রশাসনের নির্দেশে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারের বিধিনিষেধ অমান্য করায় চাঁদপুর জেলায় ৫৫টি মামলায় ৫৫ জনকে ৪০ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে পৃথক-পৃথক ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথক ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার শম্পা এসব তথ্য দৈনিক ইলশেপাড়কে নিশ্চিত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অযথা বাসা থেকে বের হয়ে রাস্তায় ঘুরাঘুরি, মাস্ক ব্যবহার না করার অপরাধে ৫৫টি মামলায় ৫৫ জন ব্যক্তিকে ৪০ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।
মতলব উত্তর উপজেলায় ১৩ মামলায় ১৩ জনকে ২৩ হাজার ১শ’ টাকা, হাজীগঞ্জ উপজেলায় ৮ মামলায় ৮ জনকে ১ হাজার ৩শ’ টাকা ও ফরিদগঞ্জ উপজেলায় ৫ মামলায় ৫ জনকে ৪ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেইন ৫ মামলায় ৫ জনকে ২ হাজার ৭শ’ টাকা, মো. মঞ্জুরুল মোর্শেদ ৪ মামলায় ৪ জনকে ১ হাজার ৬শ’ টাকা ও কাজী মো. মেশকাতুল ইসলাম ১৫ মামলায় ১৫ জনকে ৫ হাজার ৯শ’ টাকা ও এআরএম জাহিদ হাসান ৫ মামলায় জনকে ১ হাজার ৬ শ’ জরিমানা আদায় করেন।
এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
ইউএনও জানান, উপজেলার পালিশারা বাজার ও বেলচোঁ বাজার এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।
ফরিদগঞ্জ উপজেলার নয়া-হাট বাজারে মাস্ক ব্যবহার না করায় এবং বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ মামলায় ৭ জনকে ৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন কার্যালয় থেকে জানানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন পুলিশ ও ব্যাটেলিয়ান আনসার সদস্যবৃন্দ।

২৫ এপ্রিল, ২০২১।