চাঁদপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

আমরা সবাই মিলে নিরাপদ চাঁদপুর গঠন করতে চাই
……মোহাম্মদ সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় তিনি বলেছেন, মাদক প্রতিরোধে চাঁদপুরে নতুন আঙ্গিকে পুলিশ কাজ করবে। প্রচলিত যে পদ্ধতি সোর্সভিত্তিক অভিযান চালানো, সে পদ্ধতি থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিকদের থেকেও তথ্য নেয়া হবে। কারণ উৎস কিংবা সোর্স যাই বলি না কেন, ওই ব্যক্তি কোনো না কোনোভাবে মাদক থেকে সুবিধা গ্রহণ করে। তথ্য দেয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি আমরা অধিকতর গুরুত্ব দেবো। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সর্বোচ্চ অবস্থানে থেকে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, আমরা সে নীতি অনুসরণ করছি।
রোববার (৩০ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের যোগদান উপলক্ষে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার তাঁর স্বাগত বক্তব্যে চাঁদপুরকে নিয়ে তাঁর কী চিন্তা ভাবনা রয়েছে তার সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা একটা বিষয়ে জানতে চাইতে পারেন- কেমন পুলিশ দেখতে চাই। সাংবাদিক তথা চাঁদপুরবাসীর প্রত্যাশিত এই প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপদ চাঁদপুর, ভালো চাঁদপুর করতে চাই।
তিনি বলেন, আপনারা সহযোগিতা এবং কাজ করেছেন বলে চাঁদপুর অনেকটা নিরাপদ। আমি আরো নিরাপদ করতে চাই। বাংলাদেশ পুলিশের মূলনীতি সামনে রেখেই কাজ করবো। সেগুলো আক্ষরিক অর্থে রাখতে চাই না, তা বাস্তবায়ন করবো। সামাজিক শৃঙ্খলা অক্ষুণœ রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক, অর্থনীতি ও সাংস্কৃতিক প্রগতিকে সামনে রেখে কাজ করবো। গুজব সৃষ্টিকারীদের দমনে কাজ করা হবে। প্রতিটি বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে মতামত নেয়া হবে।
পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশকে ঢেলে সাজিয়ে এটিকে গতিশীল করা হবে। কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি বিট পুলিশিং-এর কাজ আরো গতিশীল করতে চাই। সমাজের সবাইকে নিয়ে কাজ করতে চাই। সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করবো। কমিউনিটি এপ্রোচ বলছি এটাকে। যারা ঝুঁকিতে আছে তাদের নির্ধারণ করে আমরা কাজ করতে চাই। অর্থাৎ কোনো ব্যক্তি মাদকে আসক্ত, তাকে কীভাবে ফিরিয়ে আনা যায় এবং পুনর্বাসন করা যায়।
সাইফুল ইসলাম বলেন, যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জেলখানা থেকে বেরিয়ে এসে তারা যেন পুনরায় সেই বিপথগামী না হয় সে লক্ষ্যে কাজ করা হবে।
তিনি বলেন, সাংবাদিকদের বক্তব্যে উঠে এসেছে থানার সমস্যাগুলো। একই সমস্যা সারা বাংলাদেশের রয়েছে। থানায় কর্ম পরিবেশ আরো ভালো করতে হবে। থানা দালালমুক্ত করতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানি না হয়, তাদের সাথে যেন অবশ্যই ভালো ব্যবহার করা হয়। কার্যকর পুলিশ সেবা দিতে চাই এবং দ্রুততম সেবা দিতে চাই। অভিযোগ প্রাপ্তির পর কত অল্পসময়ে তার কাজ করা হয় সেলক্ষ্যে আমাদের কাজ করতে হবে বলেন এসপি।
পুলিশ সুপার বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে কোনো অভিযোগ হলেই আমরা যথাযথ ব্যবস্থা নিবো সে যেই হোক না কেন। কিশোর গ্যাং এই সময়ের একটি সামাজিক সমস্যা। এ লক্ষ্যে আমাদের কিছু কর্মপদ্ধতি রয়েছে। কিশোর গ্যাং নিয়ে আমাদের ব্যক্তিগত কিছু উদ্যোগ রয়েছে। ট্রাফিক পুলিশ নিয়েও কাজ করতে চাই।
তিনি বলেন, পুলিশ এবং সাংবাদিকদের লক্ষ্য ও উদ্দেশ্য প্রায় কাছাকাছি। মানুষের সেবা করা। সাংবাদিকদের তথ্য প্রাপ্তিতে কোনো ধরনের সমস্যা হবে না। তথ্য সহজ করার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তা প্রকাশ করা হবে। কোনো গণমাধ্যমকর্মীকে আমরা ছোট করতে চাই না। সকলেই সমাজের জন্য কাজ করেন। নামী বেনামী কিছু অনলাইন চালু হয়েছে, তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া ও সতর্কতা অবলম্বন করা হবে। আমরা সবাই মিলে নিরাপদ চাঁদপুর গঠন করতে চাই।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার বিএম হান্নান, সমকালের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি রহিম বাদশা, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, ইউএনবির জেলা প্রতিনিধি অধ্যাপক দেলোয়ার আহম্মদ, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মদ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কাদের পলাশ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, দৈনিক মেঘনাবার্তার ভারপ্রাপ্ত সম্পাদক জিএম শাহিন, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জোবায়ের, চাঁদপুর প্রবাহের সিনিয়র রিপোর্টার শাওন পাটওয়ারী, দৈনিক নতুন সময়ের জেলা প্রতিনিধি মিজান লিটন, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) রাশেদ চৌধুরীসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৩১ জুলাই, ২০২৩।