স্টাফ রিপোর্টার
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের উদ্যোগে মহামারী করোনায় এ ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিকেলে চাঁদপুর ক্লাব মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সুশৃংখলভাবে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব সদস্যদের আর্থিক সহায়তায় ২০০ পরিবারকে এই সহায়তা দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন শাকিলের সভাপতিত্বে এবং ক্লাবের চার্টার মেম্বার পিপি শেখ মনির হোসেন বাবুলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী এমএ হান্নান, সদ্যবিদায়ী প্রেসিডেন্ট তানভীর আহমেদ, সাবেক প্রেসিডেন্ট বাবুলাল কর্মকার, মো. সফিউদ্দিন আহমেদ, মো. জামাল হোসেন, শরীফ মো. আশরাফুল হক, হাজি শবেবরাত সরকার, আব্দুল বারী জমাদার মানিক, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, মেম্বার ফারুক আহমেদ ভূঁইয়া, আবু ইউসুফ তালুকদার, ডা. রাশেদা ডাক্তার, মো. আরিফ প্রমুখ। এসময় সেন্ট্রাল রোটারী ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
১৮ জুলাই, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে সেন্ট্রাল রোটারী ক্লাবের খাদ্য সহায়তা
Post navigation


