চাঁদপুরে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি

এস এম সোহেল
চাঁদপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় এ ঝড়-বৃষ্টি হয়। চাঁদপুর শহরে দমকা ঝড়ে গাছ-পালা ও চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মূল ফটকের সাইনবোর্ড ভেঙে পড়ে যায়। এছাড়া শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঋতুরাজ বসন্তকালে আকস্মিক এই শিলাবৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
জানা যায়, চাঁদপুর শহরে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ো হওয়ার এবং কিছু সময় পরে শিলা পড়া শুরু হয়। হঠাৎ শিলা বৃষ্টি ও ঝড়ে চলতি মৌসুমে উঠতি ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গম, মসুর, ভুট্টা, পান ও আমের মুকুলের। গ্রামাঞ্চলে বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় শহরের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। টানা ১ ঘণ্টার শিলাবৃষ্টিতে আতঙ্কিত হয়ে পড়েন চাঁদপুরবাসী।
চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব বলেন, চাঁদপুরে রোববার ভোর ও সন্ধ্যায় মোট ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রোববার ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৮ মিলিমিটার এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২৫ মার্চ, ২০২৪।