স্টাফ রিপোর্টার
শুভ মহালয়া শব্দটির সাথেই আমরা সবাই কমবেশী পরিচিত। কিন্তু কেন এই শুভ মহালয়া! আর এ শুভ মহালয়া আসার সাথে সাথেই সবাই দুর্গাপূজার দিনক্ষণ গোনা শুরু করে দেন। চন্ডীপাঠের মাধ্যমে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামি ৮ অক্টোবর থেকে দুর্গা পূজা শুরু হচ্ছে।
আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে ‘দুর্গাষষ্ঠী’, ‘মহাসপ্তমী’, ‘মহাষ্টমী’, ‘মহানবমী’ ও ‘বিজয়াদশমী’ নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় ‘দেবীপক্ষ’। আর এর শুরু হয় মহালয়ার দিন থেকে।
এ বছর চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ২২১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তারমধ্যে পৌরসভায় ৩৫টি ও ইউনিয়নে ৬টি। হাইমচর উপজেলায় ৬টি, মতলব উত্তর উপজেলায় ৩৪টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩২টি, হাজীগঞ্জ উপজেলায় ২৯টি, শাহরাস্তি উপজেলায় ১৯টি, কচুয়া উপজেলায় ৩৯টি ও ফরিদগঞ্জ উপজেলায় ২১টিসহ জেলায় ২২১টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি চলছে।
সদর উপজেলার এসব পূজামণ্ডপে ফরিদপুর ও রাজবাড়ীর মৃৎশিল্পী গোবিন্দ পাল, জীবন পাল ও উজ্জল শর্মা তাদের লোকজন নিয়ে দিবারাত্রি প্রতিমা তৈরির করজ করে যাচ্ছেন। শহরের গোপাল জিউর আখড়া, নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দির, কালিবাড়ি মন্দির, গুয়াখোলা কুন্ড বাড়ি মন্দির, পুরান বাজার হরিসভা মন্দির, রাম ঠাকুর দোল মন্দিরসহ বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরি করা হচ্ছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৪।