চাঁদপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সজীব খান
চাঁদপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কৃষি মেলায় কৃষি উৎপানের বিভিন্ন সামগ্রী নিয়ে স্টল সাজানো হয়, চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষি মেলা অনুষ্ঠিত হয়।

১৪ ফেব্রুয়ারি, ২০২৪।