এস এম সোহেল
আগামি ৫ ডিসেম্বর চাঁদপুর সদর উপজলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে স্থান পরিদর্শন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে মাঠ ও মঞ্চের কাজের পরিদর্শন করা হয়।
এসময় মাঠ ও মঞ্চের কাজের তদারকি করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক এবং পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সহ-সভাপতি মাহবুব পাটওয়ারী, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, চাঁদপুর পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারীসহ আরো অনেকে।
এর আগে চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলসহ নেতৃবৃন্দ চাঁদপুর স্টেডিয়ামে মাঠ ও মঞ্চের কাজের পরিদর্শন করেন।
০৪ ডিসেম্বর, ২০২২।