চাঁদপুর ও চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের যৌথ সভা

চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর উদযাপন উপলক্ষে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর উদযাপন উপলক্ষে চাঁদপুর ও চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর বেলা সাড়ে ১০টায় চাঁদপুর রোটারী ভবনে ঐ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান পিপি কাজী শাহাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান নাসির উদ্দিন খান, সেক্রেটারী রোটারিয়ান অ্যাড. নজরুল ইসলাম, পার্টনার ইন সার্ভিস কমিটির (চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাব) চেয়ারম্যান ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন এবং পার্টনার ইন সার্ভিস কমিটির (চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব) চেয়ারম্যান রোটারিয়ান নাজিমুল ইসলাম এমিল।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারিয়ান অ্যাড. পলাশ মজুমদার, রোটারিয়ান প্রফেসর হাবিবুর রহমান পাটওয়ারী, রোটারিয়ান শাহিন আক্তার, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের অভিষেক কমিটির চেয়ারম্যান রোটার‌্যাক্টর পিপি আল-আমীন ও চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের অভিষেক কমিটির চেয়ারম্যান রোটার‌্যাক্টর পিপি সৈকত পাল প্রমুখ।
যৌথ সভার প্রারম্ভ ঘোষণা করেন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রো. দেলোয়ার হোসেন সুমন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রো. সাইফুল ইসলাম রনি, সাবেক সভাপতি রো. রেজাউল ইসলাম রকি, সেক্রেটারী রো. কাজী আজিজুল হাকিম, চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রো. প্রশান্ত কুমার সাহা নিশান, জয়েন্ট সেক্রেটারী রো. খান আতাউর রহমানসহ দুই ক্লাবের সদস্যবৃন্দ। চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রো. সুদীপ সরকার সভার সমাপ্তি ঘোষণা করেন।
১৯ অক্টোবর, ২০২০।