স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. এএনএম মাঈনুল ইসলাম। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী। কোরআন তেলাওয়াত করেন অ্যাড. মো. জাবির হোসেন। জেনারেল অডিটরের রিপোর্ট পাঠ করেন অ্যাড. মামুন হোসেন মিয়াজী।
সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য অ্যাড. আহসান হাবীব, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. শেখ আবুল খায়ের মো. সালেহ, অ্যাড. আবুল কাশেম, অ্যাড. কাজী মো. খায়রুল হাসান ঝুমন, অ্যাড. নুরুল আমিন খান আকাশ প্রমুখ।
সভা শেষে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামি ২৩ জানুয়ারি বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ২য় তলায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য করা হয়েছে ১৬ জানুয়ারি।
১৫ জানুয়ারি, ২০২৫।