চাঁদপুর পৌর ১৩ কর্মকর্তা-কর্মচারীর দফতর রদবদল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভায় কর্মরত ১৩ জন কর্মকর্তা ও কর্মচারীর দফতর রদবদল করেছে পৌর প্রশাসক। গত ২৯ সেপ্টেম্বর পৌরসভার প্রশাসক একরামুল সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে চাঁদপুর পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের এ রদবদল করা হয়।
কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা হলো- কর আদায় শাখার প্রধান কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম চপলকে ভারপ্রাপ্ত শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা, লাইসেন্স শাখার প্রধান মো. মোশারফ হোসেন পাটোয়ারীকে পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক, সেনেটারী ইন্সপেক্টও মো. রাজু মিয়াকে হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কসাই খানা পরিদর্শক মো. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত সেনেটারী ইন্সপেক্টর, কোড়ালিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এমদাদ হোসেন মিলনকে সহকারী বাজার পরিদর্শক, সাবেক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান খানকে ভারপ্রাপ্ত কর আদায়কারী, বাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে সহকারী এসেসর, সহকারী এসেসর মো. আক্তার হোসেনকে কোড়ালিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক, স্বাস্থ্য সহকারী বিপ্লব রায়কে পরিবার পরিকল্পনা শাখায়, পীর মহসীন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আফসার আহমেদ পাটওয়ারীকে পৌর ডিজিটাল সেন্টারে, ফটো ডকুমেন্ট অপারেটর জহিরুল ইসলামকে জন্ম নিবন্ধন রশিদ কর্তন কাজে বদলি করা হয়েছে।
এছাড়া কর্মচারীদের মধ্যে মোহাম্মদ রাসেল মিজি (এমএলএসএস) এডহককে জন্ম নিবন্ধন শাখা থেকে পরিবার পরিকল্পনা শাখার এমএলএসএস হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখিত, অফিস আদেশে উপরোক্ত কর্মকর্তা ও কর্মচারীদের পত্র প্রাপ্তির সাথে সাথে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

০৭ অক্টোবর, ২০২৪।