স্টাফ রিপোর্টার
গত শুক্রবার বড় স্টেশনস্থ রেলওয়ে মাদানী দারুস সুন্নাহ মাদ্রাসায় চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিকেল সাড়ে ৫টায় বড় স্টেশন হিলশা কিচেন রেস্টুরেন্টে ক্লাবের ২৫৯৬তম নিয়মিত সভা ও ৩৯তম সেশন সভা রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী রোটা. উজ্জ্বল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। রোটারী প্রত্যয় পাঠ করেন ক্লাবের সার্জেন্ট অ্যাট আমর্স রোটা. সাইফুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন ক্লাব ফ্যাসিলেটেটর রোটা. পিপি তমাল কুমার ঘোষ, রোটা. মাহবুবুর রহমান সুমন ও রোটা. গাজী মহসীন কাদের।
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. অ্যাড. নজরুল ইসলাম, সহ-সভাপতি রোটা. মো. মোস্তফা ফুল মিয়া, রোটা. অ্যাড. পলাশ মজুমদার, সিনিয়র রোটা. তোফায়েল আহমেদ শেখ, জয়েন্ট সেক্রেটারী রোটা. গোপাল চন্দ্র সাহা, সদস্য রোটা. মো. মাঈন উদ্দিন, রোটা. মো. ফয়সাল আহমেদ ফরাজী, রোটা. রুবেল মিয়াজী শোভন, রোটা. ছাদেক হোসেন হৃদয় প্রমুখ।
নিয়মিত সভার পরে রোটা. মো. মোস্তফার আতিথেয়তায় রেলওয়ে মাদানী দারুস সুন্নাহ মাদ্রাসায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাও. সিরাজুল ইসলাম।
৩১ মার্চ, ২০২৪।