চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে ইফতার ও টুপি বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
গত শুক্রবার চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে নাজিরপাড়া ফোরকানিয়া এতিমখানা মাদ্রাসায় ইফতার ও টুপি বিতরণ করা হয়েছে। ইফতার পূর্ব নাজিরপাড়াস্থ রোটা. অ্যাড. শাহাদাত হোসেনের বাসায় চাঁদপুর রোটারী ক্লাবের ২৫৯৫ তম নিয়মিত সভা ও ৩৫ তম সেশন সভা ক্লাব সভাপতি রোটা. অ্যাড. শরিফ মাহমুদ ফেরদাউস শাহিনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারী রোটা. উজ্জ্বল হোসাইনের পরিচালনায় সম্পন্ন হয়। এরপর মাদ্রাসায় টুপি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইফতার ও টুপি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. তমাল কুমার ঘোষ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. নাসির উদ্দিন খান, পাস্ট সেক্রেটারী রোটা. তোফায়েল আহমেদ শেখ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. অ্যাড. নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট পলাশ মজুমদার, সেক্রেটারী ইলেক্ট (২০২৪-২৫) রোটা. মাহবুবুর রহমান সুমন, জয়েন্ট সেক্রেটারী রোটা. গোপাল চন্দ্র সাহা, রোটা. রফিকুল ইসলাম ও রোটা. শাহিন আক্তার, ডিরেক্টর অ্যাড. শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা রোটা. মহসিন পাঠান, রোটা. কাজী মিজানুর রহমান, রোটা. কাজী মাইনুল হক জীবন, সার্জেন্ট অ্যাট আর্মস সাইফুল ইসলাম, সদস্য রোটা. ফয়সাল আহমেদ ফরাজী, রোটা. রুবেল মিয়াজী শোভন, রোটা. রেদওয়ান রহমতউল্লাহ সম্রাট প্রমুখ।
এদিন রোটা. নাসির উদ্দিন খানের আতিথেয়তায় নাজিরপাড়া এতিমখানা মাদ্রাসা ৮৫ জন এতিমদের মাঝে ইফতার ও টুপি বিতরণ করা হয়।

২৪ মার্চ, ২০২৪।