অসহায় পরিবারকে ঘর দেয়া ক্লাবের মহৎ কাজের একটি দৃষ্টান্ত
……..মেয়র জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে ও মরহুম রোটা. আলহাজ আবুল কাশেম গাজী পরিবারের সহযোগিতায় পুরাণবাজারে একটি অসহায় পরিবারকে জমিসহ ঘর তৈরি করে দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে ‘রোটারী হাউজ’ নামের ঘরটি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অনারারী রোটা. মো. জিল্লুর রহমান জুয়েল।
শুরুতেই ফিতা কেটে ঘরের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ ক্লাব সদস্যরা। ক্লাবের সেক্রেটারী রোটা. উজ্জ্বল হোসাইনের পরিচালনায় ও রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাও. মো. ইউসুফ। এরপর স্বাগত বক্তব্য রাখেন মরহুম রোটা. আলহাজ আবুল কাশেম গাজীর ছেলে রোটা. গাজী মো. মহসীন কাদের।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুর রোটারী ক্লাবে অনেক গুণীজন নেতৃত্ব দিয়েছেন। এই ক্লাবের সদস্যদের মাধ্যমে চাঁদপুরে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর রোটারী ক্লাব এ বছর একজন অসহায় পরিবারকে জমিসহ ঘর তৈরি করে দিয়েছে। আর অসহায় এই পরিবারটিকে ঘর দেয়া সত্যিই মহৎ কাজের একটি অংশ। ক্লাবের রোটারিয়ানদের উদ্যোগে ২০২৩-২৪ রোটারীবর্ষে সেবামূলক কাজের অংশ হিসেবে এ কাজটি করা হয়েছে। সেজন্যে ক্লাবের সব সদস্যকে ধন্যবাদ জানাই। তাঁদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই কাজ সম্পন্ন হয়েছে। আমি চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে যতটা সম্ভব পরিবারটির পাশে দাঁড়াবো। ক্লাবের রোটারিয়ানদের সহযোগিতায় গৃহ নির্মাণ প্রকল্পটি চাঁদপুর রোটারী ক্লাবের একটি ব্যতিক্রমী উদ্যোগ।
অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড অবহিত করে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটা. পিপি কাজী শাহাদাত। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গভর্নর রোটা. ইঞ্জি. মতিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মো. মালেক শেখ, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. অধ্যাপক জাকির হোসেন ও রোটা. নাছির উদ্দিন খান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. অ্যাড. নজরুল ইসলাম, সহ-সভাপতি রোটা. মো. মোস্তফা, সেক্রেটারী ইলেক্ট রোটা. মাহবুবুর রহমান সুমন, জয়েন্ট সেক্রেটারী রোটা. গোপাল চন্দ্র সাহা, রোটা. শাহীন আক্তার, সার্জেন্ট অ্যাট আর্মস রোটা. সাইফুল ইসলাম, রোটা. রেদওয়ান রহমত উল্লাহ সম্রাট, সদস্য রোটা. অ্যাড. ভাস্কর দাস, রোটা. মহসীন ভূঁইয়া, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রোটা. রেজাউল ইসলাম রকি, সভাপতি রো. নাজমুন নাজমুন নাহার, সহ-সভাপতি রোটা. কাজী আজিজুল হাকিম নাহিন, সেক্রেটারী রোটা. বেবিন্টন দাস কিরণ, রোটা. ওবায়েদুর রহমান, রো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
১২ জুন, ২০২৪।