এস এম সোহেল
চাঁদপুর শহরের যমুনা রোড বকুলতলা এলাকায় মেঘনা নদীর তীব্র স্রােতে শহর রক্ষা বাঁধের ৫৬ মিটার এলাকা জুড়ে ব্লক ধসে পড়েছে। এতে শতাধিক পরিবারের বসতবাড়ি এখন ভাঙন হুমকির মুখে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে ব্লক ধস নিয়ন্ত্রণ আনতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভাঙন আতংক বিরাজ করছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক জানান, সোমবার দিবাগত রাতে শহর রক্ষা বাঁধের বকুলতলা নামক স্থানে বেশ কিছু ব্লক ধসে পড়ে। স্থানীয় লোকজন আমাদের তাৎক্ষনিক বিষয়টি জানান এবং ব্যবস্থাগ্রহণের জন্য রাতেই প্রস্তুতি নেই।
এদিকে সকালে পানি উন্নয়ন বোর্ড পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক মো. মনিরুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মনিরুজ্জামান বলেন, শহর রক্ষা বাঁধের যমুনা রোড বকুলতলা এলাকায় হঠাৎ করে ৫৬ মিটার জুড়ে ধস দেখা দেয়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নজরে আসলে সাথে সাথে কার্যকরি ব্যবস্থাগ্রহণ করা হয়। ইতোমধ্যে প্রায় ১৫০০ জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং করা হয়েছে। বর্তমানে দু’টি বাল্কহেডের মাধ্যমে ডাম্পিং কার্যক্রম চলমান। ভাঙন আপাতত বন্ধ হয়েছে। এই অংশ এখন ঝুঁকিমুক্ত রয়েছে। আমাদের কাজ অব্যাহত থাকবে। আশা করা যাচ্ছে আর তেমন ক্ষতির আশঙ্কা নেই।
০১ নভেম্বর, ২০২৩।