চাঁদপুর সদর উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

চেয়ারম্যান সুমন, ভাইস চেয়ারম্যান সংগ্রাম ও রেবেকা

এস এম সোহেল
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে বিরতিহীনভাবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মো. নুরুল হায়দার সংগ্রাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা মুন্না বিজয়ী হয়েছেন।
চাঁদপুর সদর উপজেলার মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৭ হাজার ১শ’ ১১ জন। যার মধ্যে ১ লাখ ৭ হাজার ৭শ’ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ২৫.৮৩%। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে নির্বাচনের সার্বিক ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।
এতে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে ৫০ হাজার ৪শ’ ৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মো. আইয়ুব আলী বেপারী পেয়েছেন ৩৫ হাজার ৩শ’ ৫৩ ভোট। অ্যাড. হুমায়ুন কবির সুমন ১৫ হাজার ১শ’ ৪২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
অপরদিকে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আাওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম নাজিম দেওয়ান কাপ-পিরিজ প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৮শ’ ৭৯ ভোট, আরেক প্রার্থী মো. রাকিব মাঝি আনারস প্রতীকে পেয়েছেন ৯৭৬০ ভোট। এছাড়া নির্বাচনের একদিন আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানো চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৯শ’ ১৬ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা মো. নুরুল হায়দার সংগ্রাম টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি টিউবওয়েল প্রতীকে ৫১ হাজার ৪শ’ ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বারাকাত মো. রেজওয়ান চশমা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৫শ’ ৭৬ ভোট। মো. নুরুল হায়দার সংগ্রাম ১০ হাজার ৯শ’ ৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। অপর আরেক প্রার্থী সাবেক যুবলীগ নেতা মো. হারুনুর রশিদ হাওলাদার তালা প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ৮২ ভোট।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন রেবেকা সুলতানা মুন্না। তিনি সর্বোচ্চ ৭৩ হাজার ৪শ’ ৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিপ্রা দাস ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৭শ’ ২২ ভোট। রেবেকা সুলতানা মুন্না ৩৯ হাজার ৭শ’ ১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপির অভিনন্দন

চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তার ফেসবুক আইডিতে এ অভিনন্দন পোস্ট দেন।
সেই পোস্টে সমাজকল্যাণমন্ত্রী আরো উল্লেখ করেন, ‘আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল সম্মানিত ভোটারবৃন্দ, নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা, কর্মচারী, আইনশৃংখলা রক্ষার দায়িত্বপালনকারী সকলকে, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী, সমর্থকসহ সংশ্লিষ্ট সকলকে।
আশা করি বিজয়ী প্রার্থীগণ জনপ্রতিনিধি হিসেবে তাদের দায়িত্ব ও কর্তব্য আইনানুগভাবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করবেন। এলাকার জনগণের সেবায় ও তাদের জীবনমান উন্নয়নে আত্মনিয়োগ করবেন। তাদের জন্য শুভকামনা রইলো। তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য হিসেবে আমার সহযোগিতা তাদের জন্য সবসময় থাকবে।

২২ মে, ২০২৪।