চাঁদপুর সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ডা. এ কে এম মাহবুবুর রহমান।
সভা পরিচালনা করেন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সমাজসেবা অফিসার ও রোগীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এসময় সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ও চাঁদপুর বিএমএ’র সভাপতি চিকিৎসক ডা. সৈয়দ মোহাম্মদ নুরুল হুদা, সমিতির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সমিতির সদস্য ও চাঁদপুর চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সমিতির কোষাধ্যক্ষ ও চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম, সমিতির কার্যনির্বাহী সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সমিতির কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক এবং দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সমিতির যুগ্ম-সদস্য সচিব তোফায়েল আহম্মদ, সমিতি সদস্য ও চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. সাইফুল ইসলাম সোহেল, সমিতির সদস্য ও চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. মাইনুল ইসলাম মজুমদার, চাঁদপুর সরকারি শিশু পরিবারের কর্মকর্তা মো. মনিরুল ইমলাম, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. জামাল উদ্দিন, সমিতির সদস্য সন্তোষ দাস ও গোপাল চন্দ্র সাহা।
সভায় যাকাত ফান্ড সংগ্রহ করার লক্ষ্যে সব পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, সব সরকারি-বেসরকারি সংস্থা, হাসপাতাল ক্লিনিক, ডাক্তার, সুধীজনের কাছে সহযোগিতা চেয়ে চিঠি ইস্যু করা, রোগীকল্যাণ সমিতির এফডিআর দ্রুত সময়ে ভেঙ্গে সোনালী ব্যাংকে স্থানান্তর ও তা সাধারণ তহবিলে জমা প্রদান, সমিতির নতুন আজীবন সদস্য ফি চাঁদা ৩০০০ টাকা করা, হাসপাতালে অসহায় রোগী ভর্তিকালীন সময়, চিকিৎসার জন্য গরীব রোগীকে আর্থিক সহযোগিতা করা, তাৎক্ষণিক ক্রিটিকাল রোগীকে সহায়তা করা, প্রতিবন্ধী, দরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের সহায়তা করা, ৩ মাস পরপর কার্যকরি কমিটির সভা করা, রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্যদের নামে অনার বোর্ড তৈরি করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিগত সভার সিদ্ধান্তের আলোকে সমিতির সহ-সভাপতি সাংবাদিক কাজী শাহাদাতকে আহ্বায়ক, সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক সোহেল রুশদী, সমিতির সদস্য ডা. সাইফুল ইসলাম সোহেলকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট অভ্যন্তরীণ অডিট কমিটি গঠন করা হয়। অডিট কমিটিকে সমিতি থেকে চিঠি দিয়ে অবগত করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। অডিট কমিটিকে সমিতির বিগত দিনের আয়-ব্যয় নিরীক্ষণ করে পরবর্তী সভায় অডিট প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হয়।

০৪ এপ্রিল, ২০২৪।