চাঁদপুর সদর হাসপাতালে ১৭ দিনে ১১৮ ডেঙ্গু রোগী ভর্তি

এস এম সোহেল
সারাদেশের মতো চাঁদপুরেও দিন-দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা বলছেন, এডিস মশার আক্রমণ থেকেই এ রোগ ছড়াচ্ছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যেসব রোগী ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই বিভিন্ন জেলায় জ্বরে আক্রান্ত হয়ে নিজ এলাকায় এসে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
সারাদেশের মতো চাঁদপুর জেলার সব উপজেলায় ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চিকিৎসা নিয়েছে মোট ৯৪ জন। ১৬ জুলাই ভর্তি হয়েছে ১১ জন। তখন আগের ভর্তিসহ রোগী ছিল ৩৪ জন। ১৭ জুলাই ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন। এর মধ্যে পুরুষ ৮ জন, নারী ২ জন ও শিশু ৩ জন। এদিন আগের ভর্তিকৃত রোগী ছিল পুরুষ ১৭ জন, নারী ৯ জন ও শিশু ৩ জনসহ মোট ২৯ জন। গত ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুরুষ ৭৯ জন, নারী ৩৩ জন ও শিশু ৬ জনসহ মোট ১১৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে হাসপাতালের বারান্দায় শুয়ে। নার্স ও সেবকরা ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ গোলাম কাউসার হিমেল বলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ ঔষধ রয়েছে। জ্বরের উপসর্গ নিয়ে যে কোনো রোগী চিকিৎসা নিতে আসছে আমরা তাদের প্রথমেই ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষার জন্য বলে দেই। পরীক্ষা নিরীক্ষায় যাদের ডেঙ্গু রোগ সনাক্ত হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেয়ার পরামর্শ দিচ্ছি।
তিনি আরো জানান, গত ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুরুষ, নারী ও শিশুসহ মোট ১১৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

১৯ জুলাই, ২০২৩।