চাঁদপুর সরকারি মহিলা কলেজে সেমিনার

 

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে

প্রেস বিজ্ঞপ্তি
সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে সমাজকর্ম বিভাগ কর্তৃক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। তিনি বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বুদ্ধিজীবীরা এদেশের সমাজ গঠনে ও স্বাধীনতা অর্জনে তাদের জীবন উৎসর্গ করেছেন। বাঙালি জাতি গভীর শ্রদ্ধাভরে চিরকাল তাদের অবদান স্মরণ করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক।
সমাজকর্ম বিভাগের প্রভাষক আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান। সেমিনারে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক আল আমিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ভূগোল বিভাগের প্রধান ড. মো. মাসুদ হোসেন, রসায়ন বিভাগের প্রধান আফসার আলী শিকদার।
কলেজের সব বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কর্মচারীবৃৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। এছাড়া কলেজের ফেসবুক আইডি হতে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করে কলেজের শিক্ষার্থীদের সংযুক্ত করা হয়।
১৫ ডিসেম্বর, ২০২০।