ফরিদগঞ্জ ব্যুরো
গত ১৯ বছর ধরে টোল আদায় হওয়া চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে শ্রমিক-জনতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (১৩ জুলাই) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৭ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্য রাখেন মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, পৌর সভাপতি কাউছার কাজী, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, গাড়িচালক আনেয়ার, মোস্তফা, ইসমাইল প্রমুখ।
এসময় তারা বলেন, চাঁদপুর সেতুর নির্মাণ খরচ বহু আগেই উঠে গেলেও ফরিদগঞ্জসহ চাঁদপুরের দক্ষিণাঞ্চল, পাশর্^বর্তী উপজেলা রায়পুর ও রামগঞ্জ উপজেলার লাখ-লাখ মানুষ এই সেতুর টোলের বৈষম্যের শিকার। আমরা এ থেকে পরিত্রাণ চাই। তাই আমাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। আগামি এক সপ্তাহে সর্বোচ্চসংখ্যক গণস্বাক্ষর নিয়ে এই সেতুর টোল বন্ধের দাবিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করবো।
উল্লেখ্য, চাঁদপুর-লক্ষ¥ীপুর আঞ্চলিক মহাসড়কের ডাকাতিয়া নদীর উপর গাছতলা এলাকায় ২৪৮ মিটার দৈর্ঘ্যরে চাঁদপুর সেতুটি ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ শেষে ২০০৫ সাল যান চলাচল শুরু হয়। তখন থেকেই নিয়মিত টোল আদায় চলছে। সর্বশেষ চাঁদপুর সওজ কর্তৃপক্ষ (০২/নিঃপ্রঃ/চাঁসবি/চাঁসে/২০২৩-২৪) স্মারকমূলে ভ্যাটসহ মোট ৯ কোটি ১৫ লাখ টাকা চুক্তিতে আগামি ৩ বছরের জন্য সেতুর টোল আদায়ের জন্য ইজারা দেয়া হয় এমআই ট্রেডিংকে। এতোদিন মোটরসাইকেল থেকে টোল আদায় না হলেও গত ২ জুলাই থেকে নতুন করে মোটরসাইকেল থেকেও টোল আদায় শুরু হলে হঠাৎ করেই ক্ষুব্ধ হয়ে উঠে মানুষ। বিক্ষুব্ধ জনতা একত্রিত হওয়ার একপর্যায়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে মোটরসাইকেল থেকে টোল আদায় বন্ধ হয়। গত ৬ জুলাই সকালে টোল আদায় বন্ধের দাবিতে চাঁদপুর-লক্ষ¥ীপুর আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সেতুর টোলঘরের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সহস্রাধিক মানুষ। পরদিন ৭ জুলাই সেতুর টোল বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
১৪ জুলাই, ২০২৪।
