জাতীয় শোক দিবস উপলক্ষে
স্টাফ রিপোর্টার
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট সকালে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক জাহানারা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি আবু ইউছুফ শেখসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাও. আনিসুর রহমান।
১৯ আগস্ট, ২০২১।