সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার গাজীপুরে ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী।
ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী বলেন, হাইমচরের কোন মানুষ না খেয়ে থাকবে না। ডা. দীপু মনির নেতৃত্বে হাইমচরে প্রত্যেকটি ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে। তিনি আরো বলেন, আপনারা সবাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও আমাদের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির জন্য দোয়া করবেন। তারা যেন এভাবেই বাংলাদেশের মানুষের সেবা দিতে পারে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে পারেন।
গত ১৫ আগস্ট হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে জাতীয় শোক দিবসে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবীর প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খান, উপজেলা যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন প্রমুখ।
১৮ আগস্ট, ২০২০।