রাওয়া’র চেয়ারম্যানের আমন্ত্রণে
স্টাফ রিপোর্টার
ঢাকায় রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন এম এ ওয়াদুদ বীরপ্রতীকের আমন্ত্রণে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ (অব.) এর নেতৃত্বে রাওয়া কার্যালয়ে মিলিত হন বিজয় মেলার কর্মকর্তারা।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকার মহাখালীস্থ রাওয়া ভবনের চতুর্থ তলায় কনফারেন্স রুমে চাঁদপুরের মুক্তিযুদ্ধাদের জন্য পাঁচশ’ কম্বল ও বিজয় মেলার শিল্পীদের জন্য এক লাখ টাকা অনুদানের অর্থ প্রদান করা হয়। রাওয়ার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন এমএ ওয়াদুদ বীরপ্রতীকের কাছ থেকে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লে. (অব.) এম এ ওয়াদুদ কম্বল ও নগদ অর্থ গ্রহণ করেন। এছাড়া চাঁদপুর থেকে যাওয়া বিজয় মেলার কর্মকর্তাদের সবাইকে রাওয়ার পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচালনা করেন রাওয়ার জেনারেল ম্যানেজার লে. কর্নেল (অব.) সাইফুল আজম।
এসময় উপস্থিত ছিলেন রাওয়ার সদস্য এয়ার কমোডর (অব.) আনিসুর রহমান, কর্নেল (অব.) ওমর ফারুক, মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, সদস্য শহীদ পাটওয়ারী, মহাসচিব হারুন আল রশিদ, স্মৃতিচারণ পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি সাহা, যুগ্ম-মহাসচিব রোটা. মাহবুবুর রহমান সুমন, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মনির হোসেন মান্না, সদস্য সচিব অভিজিত রায়, মঞ্চ ও অনুষ্ঠান সমন্বয় পরিষদের সদস্য সচিব মানিক দাস।
অনুষ্ঠান শেষে রাওয়ার চেয়ারম্যানের সাথে সবাই মধাহ্নভোজে মিলিত হন। তাছাড়া মুক্তিযুদ্ধের বিজয় মেলার পক্ষ থেকে ঢাকায় রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (রাওয়া) কর্মকর্তাদের হাতে চলতি বছরের মুক্তিযুদ্ধের বিজয় মেলার ফটো এ্যালবাম প্রদান করা হয়।
১৬ জানুয়ারি, ২০২৩।