তরপুরচন্ডীতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) তরপুরচন্ডী ইউনিয়নের ৪৪ জনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি ডাল ও ১ লিটার তেল প্রদান করা হয়।
ত্রাণসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম ও তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেলসহ আরো অনেকে।
উল্লেখ্য, ‘৩৩৩’ নম্বরে ম্যাসেজের ভিত্তিতে তরপুরচন্ডী ইউনিয়নের ৪৪ জনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি ডাল ও ১ লিটার তেল প্রদান করা হয়।
২৪ আগস্ট, ২০২১।