তারুণ্যের অগ্রদূতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
গত বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারুণ্যের অগ্রদূত সংগঠনটি ‘তারুণ্যের বিজয়োৎসব’ উদযাপন করে। চাঁদপুর সরকারি কলেজে বর্ণিল এই আয়োজনে ছিলো কেক কাটা, তারুণ্যের অগ্রদূত বিদ্যানিকেতনের বাচ্চাদের মাঝে স্কুলব্যাগ, শিক্ষা উপকরণ, টিশার্ট, শীতের প্রকোপ থেকে তাদের ত্বক রক্ষার জন্য পেট্রোলিয়াম জেলি ও লোশন বিতরণ, সংগঠক এবং অতিথিদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল তারুণ্যের অগ্রদূতের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অগ্রদূত বিদ্যানিকেতনের উদ্বোধন উপলক্ষে কেককাটা এবং বাচ্চাদের টিশার্টের উন্মোচন। এই পর্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবুল খায়ের সরকার। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা কিউ. এম হাসান শাহারিয়ার।
দ্বিতীয় পর্বে অগ্রদূত বিদ্যানিকেতনের বাচ্চাদের মাঝে স্কুলব্যাগ, শিক্ষা উপকরণ, পেট্রোলিয়াম জেলি ও লোশন বিতরণ করা হয়। এ সময় বিজয়ের গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে সংগঠনের সদস্য ও অগ্রদূত বিদ্যানিকেতনের বাচ্চারা। এই পর্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, সময় টিভির স্টাফ রিপোর্টার ও তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা ফারুক আহম্মদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষণা কর্মকর্তা ও তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা মফিজুর রহমান রতন, চাঁদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা কিউ এম হাসান শাহরিয়ার, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা মো. আতিকুর রহমান, তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা মাহমুদ হাসান খান, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক ও তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা মহসীন শরীফ, বিশিষ্ট সমাজসেবক ও তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা অনুকূল চন্দ্র পোদ্দার রন্টি।
সংগঠনের কার্যক্রম তুলে ধরেন তারুণ্যের অগ্রদূতের প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ। এতে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি নূরুল কাদের, সাধারণ সম্পাদক ইমরান খাঁন, সাংগঠনিক সম্পাদক প্রণয় মন্ডলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মো. আব্দুল বাসেদ ও তাহমিনা রহমান বুনন।

১৯ ডিসেম্বর, ২০২১।