তাৎক্ষণিক অভিনয়ে বিভাগীয় পর্যায়ে ১ম রবিউল

স্টাফ রিপোর্টার
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ তাৎক্ষণিক অভিনয়ে বিভাগীয় পর্যায়ে (চট্টগ্রাম) ১ম স্থান অর্জন করেছেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মো. রবিউল প্রধানিয়া। শনিবার (১১ মে) চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেই প্রতিযোগিতায় রবিউল প্রধানিয়া প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।
রবিউল প্রধানিয়ার এ কৃতিত্বের জন্য কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিলে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ৫ মে জেলা পর্যায়ের এবং শনিবার (১১ মে) চট্টগ্রামের কাজেম আলী উচ্চ বিদ্যালয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে রবিউল প্রধানীয়া। এবার সে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে।

১২ মে, ২০২৪।