স্টাফ রিপোর্টার
দৈনিক ইল্শেপাড়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে চাঁদপুর শহরসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ অংশ নেন। শনিবার (৩০ মার্চ) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইল্শেপাড়ের সুখে-দুঃখে আপনারা সব সময় পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখায় আজ ইল্শেপাড় পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আমরা সব প্রতিনিধিদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছি। আগামি ৬ জুন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। এ প্রতিষ্ঠাবার্ষিকতে প্রতিনিধিদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আগামিতেও সহযোগিতা অব্যাহত রাখলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখা যাবে। তাই আগামির পথচলায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান পত্রিকাটি স্বাভাবিকভাবে পরিচালনার বিষয়ে বদ্ধপরিকর। নিয়মানুযায়ী স্বচ্ছতা বজায় রাখলে তিনি তাঁর সহযোগিতা অব্যাহত রাখাবেন। এ ব্যাপারে ইল্শেপাড়ের প্রতিটি কর্মীকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশেষ প্রতিনিধি আলহাজ এসএম চিশতী। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এসএম আনওয়ারুল করিমের অসুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে পত্রিকার সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক রেজাউল করিম, সহ-সম্পাদক মনির হোসেন, যুগ্ম-বার্তা সম্পাদক এসএম সোহেল, স্টাফ রিপোর্টার সজীব খান, ডিকে সোলায়মান ও মাজহারুল করিম সুমন, সদর উপজেলা প্রতিনিধি মো. নূরে আলম খান, আল-আমিন ছৈয়াল ও বিধান চন্দ্র দাস, শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দ, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ, মতলব দক্ষিণের নারায়ণপুর প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু তালেব সরদার, হাইমচর উপজেলা প্রতিনিধি সাহেদ হোসেন দিপু, মতলব দক্ষিণ প্রতিনিধি মাসুম সরকার ও সফিকুল ইসলাম রিংকু, শাহরাস্তি প্রতিনিধি রাফিউ হাসান হামজা, অফিস সহকারী মো. মোবারক হোসেন ও শান্ত লোধসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
৩১ মার্চ, ২০২৪।